এতদ্বারা তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এস এস সি পরীক্ষা ২০২৩ এর নির্বাচনী পরীক্ষা আগামী ২৩/১০/২০২২ খ্রিঃ তারিখ থেকে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা তাদের সকল বকেয়া পরিশোধ পূর্বক বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা হল। প্রত্যেক শিক্ষার্থী www.tbhs.edu.bd তে প্রবেশ করে নিজ নিজ তথ্য দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।
আদেশক্রমে
কতৃপক্ষ
তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়,
ইছবপুর, পোস্ট: তোয়াকুল, উপজেলা: গোয়াইনঘাট, জেলাঃ সিলেট।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ 01309130308
ই-মেইল: tbhss130308@gmail.com
ওয়েব: www.tbhs.edu.bd